Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
সেবা সমুহ
বিস্তারিত
  1. দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি)কর্মসূচী : প্রতি মাসে 30 কেজি  চাল প্রদান, 24 মাস।
  2. দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালভাতা কর্মসূচী : নির্বাচিত মা’কে প্রতি মাসে 800 টাকা প্রদান, সুবিধা পাবে 3বছর।
  3. ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচী : নির্বাচিত মা’কে প্রতি মাসে 800 টাকা প্রদান, সুবিধা পাবে 3বছর।
  4. মহিলাদের আত্নকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কর্মসূচী : আবেদনকারিনীকে সর্বোচ্চ 15000 টাকা ঋণ প্রদান।
  5. মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ)প্রশিক্ষণ প্রকল্প : 2টি ট্রেডে 3মাস অন্তর 25+25=50জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান
  6. স্বেচ্ছাসেবী মহিলা সমিতি রেজিস্ট্রেশন ও অনুদান বিতরণ : আগ্রহী সংগঠিত মহিলাদের আবেদন সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ, রেজিস্ট্রেশনের 2 বছর পর অনুদানের জন্য আবেদন গ্রহণ।
  7. নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধ কর্মসূচী : সভা, সেমিনার, উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি ও তাৎক্ষণিক প্রতিরোধ ব্যবস্থা।
  8. কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প : প্রতি ইউনিয়নে 01টি ও পৌরসভায় 01টি মোট 13টি ক্লাবের সদস্যদের সংগীত ও কবিতা আবৃতি প্রশিক্ষণ
  9. বিভিন্ন সরকারি দিবস পালন ।
  10. জয়িতা অন্বেষণে বাংলাদেশ : অর্থনৈতিক সাফল্য অর্জন কারী নারী, সফল জননী নারী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করেছে যে নারী, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন কারী নারী, সমাজ উন্নয়ন অসামান্য অবদান রেখেছেন যে নারী। এ 5 ক্যাটাগরীতে সম্মাননা প্রদান করা হয়।
  11. নারী ও শিশু ‍নির্যাতন সংক্রান্ত অভিযোগের তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ।